বিজন ভট্টাচার্যের জন্মদিনে
(কলমে -- দীপ্তমান ঘোষ)
বিংশ শতাব্দীর চল্লিশের দশকের গোড়ায় বাংলার রাজনৈতিক আকাশে ঘনঘন পটপরিবর্তন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধবাজদের নোংরামি, মন্বন্তরের কঠোর অভিঘাতে একমুঠো খাবারের জন্য সর্বহারাদের লড়াই, বেকার সমস্যার ব্যাপক ব্যাপ্তি, পৃথিবীব্যাপী মৃত্যু-ক্ষুধার জর্জরতা.... , যখন সমগ্র বাঙালি সমাজকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে, সেই সময়ই বাংলার সংস্কৃতিমনস্ক নাট্যতোষামোদী একদল যুবক বাংলার রঙ্গমঞ্চে এক নতুন ভাবোন্মাদনার সতেজ সুবাস বহন করে আনে। সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থার সমসাময়িক প্রচলিত কিছু ন্যাকা,বোকা,গোদা, সারবত্তাহীন কিছু জঘন্য নাট্যভাবনাকে ভেঙেচুরে তছনছ করে দিয়ে সুনির্দিষ্ট সুসংবদ্ধ সামাজিক, রাজনৈতিক,ঐতিহাসিক, সাংস্কৃতিক তানে পর্যালোচিত , সূক্ষতর চিন্তনের বুননে নির্মিত কিছু শিল্পকর্ম প্রদর্শিত হয় বাংলার নাট্যামোদী জনসাধারণের সামনে। চল্লিশের দশকের সাম্যবাদী চেতনার অন্তঃপ্রবাহে আন্দোলিত এবং উৎকৃষ্ট চিন্তাস্রোতে ধাবিত, নাট্য জগতে আমূল পরিবর্তন সৃষ্টিকারী এই ‘গণনাট্য আন্দোলনেরই’ ফসল ছিলেন বিজন ভট্টাচার্য।
তৎকালীন রাজনৈতিক অবস্থার গূঢ়তর পর্যালোচনা করে, তাকে মূল্যবোধের অগ্নিস্রোতে সাঁৎলে নিয়ে এক চূড়ান্ত সামাজিক-রাজনৈতিক সামগ্রিকতাকে উপস্থাপিত করার যে ক্ষমতা ছিল বিজন ভট্টাচার্যের মধ্যে, তা নিঃসন্দেহে তৎকালীন পেশাদারী রঙ্গমঞ্চের নাটকের গুণগত মানকে অনেক.....অনেক পিছনে ফেলে দিয়েছিল।
সমকালীন ভারতবর্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিঘাত থেকে শুরু করে অর্থনৈতিক সংকট, সাম্প্রদায়িক কচকাচানি, মন্বন্তরের করাল গ্রাস, পরাধীনতার বিরুদ্ধে গণআন্দোলন , ইত্যাদি নানাবিধ সামাজিক-রাজনৈতিক ঘটনাক্রমকে উপজীব্য করে, তৎকালীন সমাজকে মার্কসীয় দর্শনের জালে ছেঁকে নিয়ে বিজন যেভাবে সমকালীন যুগ-যন্ত্রণাকে ফুটিয়ে তুলেছিলেন, তা এককথায় অনবদ্য।
আজ বিজনের জন্মদিন। আজকের দিনে দাঁড়িয়েও তিনি সমানভাবে প্রাসঙ্গিক,... বরং একটু বেশিই প্রাসঙ্গিক। আজ বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে নয়া উদারবাদের (neoliberalism) অভিঘাতে যখন আত্মকেন্দ্রিকতা চূড়ান্তভাবে উদযাপিত হচ্ছে, তখনই আমাদের বিজনকে খুব বেশি করে দরকার.... তার ‘জননেতা’, ‘ছায়াপথ’, ‘চুল্লি’, ‘হাঁসখালির হাঁস’,‘ অবরোধ’ ‘আগুন’... এই নাটকগুলো আরো বেশি করে দরকার, যেখানে ব্যক্তিকেন্দ্রিক জীবন-ভাবনাকে খানিক দূরে সরিয়ে রেখে সমষ্টির ভাবনার সুরে, সমষ্টিগত চিন্তার তানে সমগ্র বিশ্বসংস্কৃতি ঝংকৃত হবে।
Comments
Post a Comment