বাংলাদেশের আগুনপাখি

বাংলাদেশের আগুনপাখি
--দীপ্তমান ঘোষ (যাদবপুর বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং বিভাগ)--



আজ বাংলাদেশের আকাশে 

হঠাৎ একটা জ্বলন্ত আগুনপাখি উড়ছে,

বিদগ্ধ দুপুরে, হাজার বোমব্লাস্টের মধ্যে,

পিচগলা রাস্তায় শক্ত পাথরের মত গড়িয়ে চলা.. 

আবু সাইদের মৃতদেহটাকে লক্ষ্য রেখে, 

আগুনপাখিটা উড়ছে।


আজ বাংলাদেশের আকাশে, 

হঠাৎ... কিভাবে কিজানি..

কয়েক হাজার জ্বলন্ত আগুনপাখি,

গনগনে লাল ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে

ফ্যাসিস্ট রাষ্ট্রমেশিনের জন্য একটা কবর খুঁড়ছে।

পেট্রোল, বারুদ আর মবিলের একটা তীব্র গন্ধ পাচ্ছি...

আগুনপাখিগুলো কিন্তু উড়ছে...।


আজ বাংলাদেশের মাটিতে, 

চট্টগ্রাম-খুলনা-রাজশাহীতে, 

কয়েকটা সোনালী আগুনপাখি গোল হয়ে..

চৌবাচ্চার মধ্যে ৭২ খানা তেলাপিয়াকে, 

উন্মাদের মতো ল্যাজ ঝাপটাতে দেখছে।


আজ এই বাংলার মাটিতে, 

জ্বলন্ত লাল আগুনপাখিগুলো,

তীক্ষ্ণ চোখে পরিমাপ করে নিচ্ছে...

পুলিশ আর ছাত্রলীগের হাতের রড-বন্দুক-চাপাতিগুলো,

তীব্র দৃষ্টিতে মেপে নিচ্ছে....

৫২তে আবু বরকতের রক্তের শুকনো দাগের উপর 

আবু সাইদের তাজা টকটকে রক্ত-প্রলেপের ক্ষেত্রফল।


আজ বাংলাদেশের দিগন্তে, 

পাখির কলতানে, আকাশ বাতাস কাঁপিয়ে..

টকটকে লাল সূর্যটা যখন উঠছে,

তখন অনেক..., অনেক দূরে দেখতে পাচ্ছি...

সরু কঙ্কালের মতো শরীরগুলো নিয়ে, 

ধূসর- কালো কয়েকলক্ষ বুভুক্ষু,

সাদা জুঁই হাতে নিয়ে

ঢাকার রাজপথ ধরে হেঁটে আসছে।
 

Comments

Popular posts from this blog

MY FIRST BLOG.

একেই বলে শুটিং (সত্যজিৎ রায়)