শীত

 

 শীত

( দীপ্তমান ঘোষ, 
যাদবপুর বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং বিভাগ)



 শীত আসে.....

গাছতলায় মাতৃহারা পত্রকের আর্তনাদ,

সর্বহারার হাহাকার, নিভে যাওয়া ল্যাম্পের মূর্ছনা,

শিশিরে ভেজা কম্বল আর শতজীর্ণ শালের মধ্যে দিয়ে

একগাল কাঁচাপাকা দাড়ি নিয়ে এক অর্ধপ্রাণ জানোয়ার;

একটু খাবার আর একটু মনুষ্যত্বের আশায়... প্রহর গোনে।

টোল খাওয়া বাঁকা থালায় দু-চার কয়েনের ঝনঝনানি....

সগৌরবে ঘোষণা করে বিবেকের মৃত্যুধ্বনি।।



শীত আসে......

ডিসেম্বরের আলোয় 

পৃথিবী আজ রক্তিমাভায় সাজে...

মা হারা প্যালেস্তিনি ছানা,

চোখ বোজে, ধ্বংসস্তুপের মাঝে...।।



শীত আসে.....

গভীর রাতে একাকিত্বের আত্মময় রাজ্যে....

দমকা হাওয়ায় উড়ে আসে সিগারেটের ছাই,

দুটো লাইন বয়ে আনে একরাশ না বলতে পারা আকাঙ্ক্ষা....

হিজিবিজি কাটা ছেঁড়া পাতায় থিতিয়ে পড়ে জীবনসংগ্রামের প্যারাডক্স।।



শীত আসে...

বুকে পুরনো স্মৃতির হাহাকার,

হটাৎ স্বপ্নে... সারা শরীর জুড়ে থরথর শিরশির....

আমার কলজেময় রক্ত, লাঞ্ছনার দোতনায়..

চুঁইয়ে পড়ে একাকার...।।



তারপর আসে ভয়....

বিচ্ছেদের আগে শেষ চুম্বনের আর্তনাদ....

আকাশভর্তি আলো, যৌনতার ঢেউ,

শরীরের আনন্দকম্পনে হৃদয়ের প্রতিবাদ।।


শীত আসে....

মধ্যরাতে ভাবনার আত্মস্নান....

সর্বগ্রাসী কুয়াশার অদৃশ্য আকাশের মাঝে....

শীত রেখে যায় প্রসন্নতার পুষ্পবান...।।

Comments

Popular posts from this blog

MY FIRST BLOG.

একেই বলে শুটিং (সত্যজিৎ রায়)

বাংলাদেশের আগুনপাখি