স্যাপিয়েন্স ( Yuval Noah Harari)
আজকে যে বই নিয়ে আমি আলোচনা করব, তা হল ডক্টর ইউভাল নোয়া হারারি এর লেখা.. স্যপিয়েন্স। আজকের ব্লগ টাকে আমার “Book Analysis” সিরিজের প্রথম এপিসোড বলা যায়। বই ভিত্তিক ব্লগগুলোর মাধ্যমে বইয়ের ভাবধারা সংক্ষিপ্ত আকারে প্রকাশের চেষ্টা করব, বিশেষ তাৎপর্যপূর্ণ জায়গা গুলোকে নিখুঁত বিশ্লেষনের চেষ্টা করব , লেখকের দৃষ্টিভঙ্গির সঙ্গে আমার দর্শনের মিল আছে, না মতবিরোধ হচ্ছে, তা ক্রমাগত পর্যালোচনার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব। অভিজ্ঞতা না থাকার কারণে লেখার মান হয়তো খুব উৎকৃষ্ট হবে না, কিন্তু ধীরে ধীরে লেখার উৎকর্ষ বাড়াবার এবং আধুনিকতা আনবার চেষ্টা করব। প্রকৃতপক্ষে আমার পছন্দের বইগুলো সম্পর্কে নিজের মত করে কিছু লিখে রাখাই আমার উদ্দেশ্য। বইটার প্রথম অধ্যায় দিয়ে আজকে শুরু করছি, আস্তে আস্তে এক একটা অধ্যায় add করব। Let's start. ( এই বইটা থেকে পরপর টপিক এবং কিছু তথ...